খাগড়াছড়ির রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোঃ বাহার উদ্দিনকে প্রাণনাশের প্রকাশ্যে হুমকি দিয়েছে ফারুক প্রকাশ (বোশকা ফারুক) নামে এক যুবক। সাংবাদিক বাহার উদ্দিন বিজনেস বাংলাদেশ পত্রিকা এবং অনলাইন নিউজ ৭১ এর রামগড় উপজেলা প্রতিনিধি।
তিনি জানান, শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রামগড় পৌরসভার দারোগাপাড়ার মৃত জাফরের ছেলে ফারুক প্রকাশ বোশকা আমার পারিবারিক প্রতিষ্ঠান শাহীন লাাইব্রেরিতে আকস্মিকভাবে এসে চড়াও হয়। বোশকা ফারুক আমাকে অশ্লিলভাষায় গালাগাল করে এবং আমার উপর আক্রমনের চেষ্টা চালায়। সে ক্ষুর দিয়ে আমার গলাকেটে ফেলবে বলে প্রকাশ্যে হুমকী দেয়। এসময় তার উচ্ছৃঙ্খল আচরণে লাইব্রেরিতে উপস্থিত কর্মচারিসহ সবাই হতবাক হয়ে পড়ে।
শুক্রবার রাতেই জীবনের নিরাপত্তাসহ আইনগত সহায়তার জন্য রামগড় রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকদেরকে নিয়ে রামগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক ও শিক্ষক মোঃ বাহার উদ্দিন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ও হুমকীদাতা বোশকা ফারুককে গ্রেফতাবের দাবিতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে শুক্রবার রাতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক বাহার উদ্দিনের প্রাণ নাশের হুমকীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভায় সাংবাদিকের প্রাণ নাশের হুমকীদাতা বোশকা ফারুককে অবিলম্বে গ্রেফতার ও সাংবাদিক মোঃ বাহার উদ্দিনের জীবনের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।