খাগড়াছড়ির রামগড়ে চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমানকে লাঞ্ছিতের প্রতিবাদে রামগড় উপজেলা শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচী পালন করে।
বুধবার (১৮অক্টোবর) সকাল সাড়ে নয়টায় রামগড় পুলিশ বক্সের সামনে নব গঠিত রামগড় উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার সকল শিক্ষক এ কর্মসূচীতে অংশগ্রহন করে।
এতে বক্তব্য রাখেন রামগড় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন।
বক্তব্যে রামগড় উপজেলার শিক্ষকরা এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তসহ ঐ শিক্ষার্থীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন এবং শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার জন্য শিক্ষামন্ত্রীর নিকট জোর দাবী জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় সিনিয়র গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ রুদ্র, নাকাপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা রায়,বলীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা আক্তার, প্রধান রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মজুমদার,রামগড় উপজেলা শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম মিয়াজি, সাংগঠনিক সম্পাদক রুমন দেবনাথ, খাগড়াবিল জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক খুরশীদ আলম প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলী উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা চলাকালীন দশম শ্রেনীর ছাত্র সাইফুল ইসলাম শীর্ষকে অসদুপায় অবলম্বনের কারনে বাধা দিলে কর্তব্যরত শিক্ষক হাফিজুর রহমানকে ঐ শিক্ষার্থী লাঞ্ছিত করে।