রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়, খাগড়াছড়ি: রামগড় উপজেলার একমাত্র পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন।
রবিবার (২২অক্টোবর) ও পূজার দিন থেকে তিনি রামগড় উপজেলার শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করে আসছেন এবং মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেন। এছাড়াও জেলা প্রশাসকের নির্দেশে প্রতিদিন পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকল্পে দায়িত্বরতদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদানসহ পূজায় নিরাপত্তাসহ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পূজা মন্ডপে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মন্ডপ এলাকায় সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে পুরো মণ্ডপ স্থান। রাখা হয়েছে সার্বক্ষণিক আনসার ও পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস টিম নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তিনি আরো বলেন জেলা প্রশাসকের পক্ষ থেকে পুজা সুস্থ ও সুন্দর ভারে পরিচালনার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৫শত কেজি চাউল।
পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শুভাশীষ দাশ সহ সনাতন যুব ছাত্র পরিষদের সভাপতি পলাশ চন্দ্র দেব নাথ এবং পূজামণ্ডপের অন্যান্য সদস্য স্থানীয় সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।