খাগড়াছড়ি জেলা রামগড়ে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত আসন্ন প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)-২০২৩ উদযাপন উপলক্ষ্যে (চাল) উপ- বরাদ্ধের ডিও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ইউএনও মমতা আফরিন এর সভাপতিত্বে এ উপ- বরাদ্ধ প্রদান করা হয়।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নজরুল ইসলাম, স্থানীয় সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুসহ উপজেলার বিভিন্ন ৫৩টি বৌদ্ধ মন্দির থেকে আসা কমিটির সভাপতি – সম্পাদক উপস্থিত ছিলেন।
ইউএনও মমতা আফরিন এ প্রতিনিধিকে জানান, জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত রামগড় উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের আসন্ন প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষে ৫৩টি বৌদ্ধ বিহারে ৫শত কেজি (চাল) উপ- বরাদ্ধ ডিও বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রামগড় উপজেলা ৫৩টি বৌদ্ধ মন্দিরে ৫শত কেজি করে দুর্যোগ ব্যবস্থাপনা এর অনুকূলে সর্বমোট ২৬.৫০০মে: টন চালের ডিও বিতরণ করা হয়।