আগামী ১০ থেকে ১৩ নভেম্বর ফিরতি ম্যাচ পশ্চিমবঙ্গ বধির সংঘ কলকাতা দলের বিপক্ষে এসোসিয়েশনের প্রথমবারের মতো চট্টগ্রামের মাটিতে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ইন্দো- বাংলা বধির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে। দু’দেশের উভয় দল ১টি ওয়ানডে, ২টি- ২০ ম্যাচ খেলবে। এ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগে খেলোয়ার বাছাই করে। গত শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোর কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বাছাই পর্বে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে ৪০ জন খেলোয়ার অংশ নেন। বাছাই পড়বে চূড়ান্ত করা হয় ১৫ জন খেলোয়ার। বাছাই পর্বে খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলার একমাত্র উদীয়মান সিনিয়র খেলোয়াড় ” চন্দন বৈষ্ণব ত্রিপুরা ” মনোনীত হয়েছেন। এ সময় বিসিবি কোচ মোঃ ফারুক হোসাইন টিট, এসোসিয়েশনের কোচ কাজী শরিফুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ নুরুল আলম ফরিদ।
আরও পড়ুন
১৭ জুলাই, ২০২৪ ৩:৫১ পূর্বাহ্ণ
১৭ ডিসেম্বর, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ
১৯ নভেম্বর, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ