এবারের বিশ্বকাপে মোট ১০ টি দল মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে। গ্রুপ পর্বে সব দলই একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। সে হিসেবে দশ দলের সকলেই কমপক্ষে ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।
আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ধর্মশালায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় অনুসারে, সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। এরপর যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা।
তারিখ | বার | ম্যাচ | সময় | ভেন্যু |
৭ অক্টোবর | শনিবার | বাংলাদেশ-আফগানিস্তান | সকাল ১১টা | ধর্মশালা |
১০ অক্টোবর | মঙ্গলবার | বাংলাদেশ-ইংল্যান্ড | সকাল ১১টা | ধর্মশালা |
১৩ অক্টোবর | শুক্রবার | বাংলাদেশ-নিউজিল্যান্ড | দুপুর ২টা ৩০ মিনিট | চেন্নাই |
১৯ অক্টোবর | বৃহস্পতিবার | বাংলাদেশ-ভারত | দুপুর ২টা ৩০ মিনিট | পুনে |
২৪ অক্টোবর | মঙ্গলবার | বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা | দুপুর ২টা ৩০ মিনিট | মুম্বাই |
২৮ অক্টোবর | শনিবার | বাংলাদেশ-নেদারল্যান্ডস | দুপুর ২টা ৩০ মিনিট | কলকাতা |
৩১ অক্টোবর | মঙ্গলবার | বাংলাদেশ-পাকিস্তান | দুপুর ২টা ৩০ মিনিট | কলকাতা |
৬ নভেম্বর | সোমবার | বাংলাদেশ-শ্রীলঙ্কা | দুপুর ২টা ৩০ মিনিট | দিল্লি |
১১ নভেম্বর | শনিবার | বাংলাদেশ-অস্ট্রেলিয়া | সকাল ১১টা | পুনে |
বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।