ভবিষ্যতে টিভিতে ইউটিউব দেখার সময় দেখা যাবে বিজ্ঞাপন তুলনামূলক কম সংখ্যায় প্রচারিত হচ্ছে। কেননা ইউটিউব খুব ঘন ঘন বিজ্ঞাপন প্রচারের সিদ্ধান্ত থেকে দূরে সরে আসছে। কিন্তু এর বিপরীতে যা হবে তা হলো প্রতিটি বিজ্ঞাপনের সময় বেড়ে যাবে।
সংবাদমাধ্যম ভার্জ জানায়, গত সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটি এটা নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এখন তারা এটি সব টিভিতে চালু করতে যাচ্ছে। পরিবর্তনের ভেতরে যা থাকছে তা হলো, ব্যবহারকারীরা নিচের ডান পাশে কাউন্টডাউন টাইমার দেখতে পাবে যেখানে বিজ্ঞাপনটি কতক্ষণ পরে সে সরাতে পারবে তার নতুন কাল দেখাবে।
বিজ্ঞাপনের নতুন এই ধারায় এখন থেকে টিভিতেও শর্টস দেখার সময় বিজ্ঞাপন দেখাবে। মোবাইল ও ওয়েবের মতোই এখন টিভিতেও এটি চালু হতে যাচ্ছে। ব্যবহারকারীরা অবশ্য রিমোট দিয়ে সেটাকে স্কিপ করতে পারবে। এবছর ইউটিউব বিজ্ঞাপনের উপরে বেশ ভালোই নজর দিয়েছে বলে মন্তব্য করে ভার্জ। প্রতিষ্ঠানটি টিভি অ্যাপে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন যুক্ত করেছে যা স্কিপ করা সম্ভব নয়।