নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের যৌথখামার এলাকায় আজ বুধবার রাত ৮টার দিকে আগুনে ৬টি বিভিন্ন ধরনের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিকগন জানান-আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানে অন্তত প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে রামগড় ফায়ারসার্ভিসের জোয়ানরা আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।
ক্ষতিগ্রস্থ দোকানদাররা হলেন, মোঃ ছালাম (৬০), মোঃ সামসুল হক( ৪৫), মোঃ নুর আলম( ৪৫), বাবু মারমা(৩৫), মোঃ জাহাঙ্গীর( ৪৫) ও কালা মারমা( ৫০) এর দোকান।
তবে প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ হিসেবে দোকানের চুলার আগুন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। পাশে দাঁড়ান সার্বিক সহযোগিতায়।