
নিউজ ডেস্ক:
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম এর আওতায় ২০২২-২৩ অর্থবছরের উপজেলা পর্যায়ে ৩৪ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
বৃহ:বার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (বাজেট) ঢাকা এর সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, রাসউবি’র প্রধান শিক্ষক মোঃ অহিদুল হক নূরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আজিজুল রহমান আনজুম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক গৌরব চাকমা।
জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রবিউল ইসলামের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, রাবাউবি এর প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, গুইমারা শহীদ লেফটেন্যান্ট মুসফিক হাই স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার, সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ।
এসময় সম্প্রতি সময়ে রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ১(এক) মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, মাধ্যমিক স্কুলের শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থীগন, অভিভাবক বৃন্দ, স্কুল কমিটির সদস্য ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। # রতন বৈষ্ণব ত্রিপুরা।
