
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন এর সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহ:বার (১৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪০মিনিট পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি। সভায় দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করাসহ শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রস্তুতি, ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পুশ-ইন প্রতিরোধ, অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান রোধসহ দূর্ঘটনা- চাঁদাবাজি -অপহরণ – সন্ত্রাসী হলে প্রশাসনকে অবহিত করণ এবং পাহাড়ি সড়কে অতিরিক্ত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ রোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনা করা হয়।
রামগড় জোনের উপ অধিনায়ক মেজর নুর হোসেন এর সঞ্চালনায় বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের প্রতি যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা অপতৎপরতা সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করতে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তাগন বলেন, এ ধরনের নিয়মিত মতবিনিময় সভা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলবে বলে অভিমত ব্যক্ত করেন। এতে বক্তব্যে রাখেন রামগড় থানার অফিসার ইনচার্জ মইন উদ্দিন, দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (তদন্ত) মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা জামায়াতের ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো:নিজামুদ্দীন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মফিজুর রহমান, রা.স.উ.বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আওয়াল, কার্বারী এসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য আবু মুসা জীবন, স্থানীয় সাংবাদিক সাহেদ হোসেন রানা প্রমূখ।
সভায় রামগড় ৪৩ বিজিবি’র সহকারী পরিচালক মো: শামসুল হক,জেলা বিএনপির সহ- সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, সরকারি-বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান-কারবারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। # রতন বৈষ্ণব ত্রিপুরা।
