
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি রামগড় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার বিভিন্ন সরকারী, আধা-সরকারী,প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরন করা হয়েছে।
সোমবার(২৫ আগষ্ট) দুপুরে উপজেলা লেকে পোনামাছ অবমুক্ত করনের মধ্যেদিয়ে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে বিনামূল্যে পোনামাছ বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মনোয়ার হোসেন এ প্রতিনিদিকে জানান- রাজস্ব খাতে অত্র উপজেলায় ২২২ কেজি ও ২৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণসহ পোনামাছ বিতরন করা হয়েছে।
এতে আরো উপস্থিত ছিলেন- শহর সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, উপজেলা মৎস্য দপ্তরের স্টাফ রাংচাই মারমা, সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন। # রতন বৈষ্ণব ত্রিপুরা।
