
নিউজ ডেস্ক:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় বিডি-০৫১৫ সহযোগিতায় উপকারভোগী ৬৮ জন শিশুকে ইন্টেলিজেন্ট লানিং বুক, এলইডি রাইটিং ট্যাবলেট ৬৮ এবং গবাদিপশু গরু ২০ জনের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপকার ভোগীদের হাতে এসব উপহার সামগ্রিক তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। 

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দারোগা পাড়াস্থ পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের
মিলনায়তনে পাজেশিউপ্র, বিডি- ০৫১৫ আয়োজনে ও আগাপে পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) অর্থায়নে অনুষ্ঠানে (এল,সি,সি) লোকাল সেন্টার কমিটির সভাপতি সুবীর সরকার দিলু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন বিডি-০৫১৫ আগাপের প্রজেক্ট ম্যানেজার কুবিন্দ্র ত্রিপুরা, ব্যাপ্টিষ্ট চার্চের ধর্ম গুরু ফিলিপস হালদার। অনুষ্ঠানে প্রকল্পের সমাজকর্মী শেপলু ত্রিপুরার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আগাপের হিসাবরক্ষক দুরন্ত ত্রিপুরা, প্রকল্পের সমাজকর্মী মনিকা হালদার, নৃত্য শিক্ষিকা সুইপ্রু মারমা, প্রকল্পের স্টাফসহ উপকারভোগী পরিবার- শিশু বৃন্দ। অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথি দের ফুলদিয়ে বরণ করে নেন এবং শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য – গান পরিবেশনায় পুরো অনুষ্ঠানকে করেছে পরিপূর্ণ। # রতন বৈষ্ণব ত্রিপুরা।
