
নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় আস্থা প্রকল্পের আওতায় ও তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে রামগড় উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে সম্ভাব্য যুব ও স্টেক হোল্ডারদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তকরণ সভা অনুষ্ঠিত হয়।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রামগড় পৌরসভাস্থ ১ নং ওয়ার্ডে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক পুলক বড়ুয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন জেলা সিভিক প্লাটফর্মের সদস্য ও সিনিয়র সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমূখ। সভায় বক্তারা বলেন, সামাজিক মূল্যবোধ সম্পন্ন, বৈষম্যমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করতে হবে। পাশাপাশি সকল ধরনের গুজবে কান না দিয়ে নিজ নৈতিকতায় ভাল মন্দ বিবেচনা করে রাষ্ট্রের কল্যাণে সামাজিক শিক্ষা, সাংস্কৃতিক কমর্কান্ডের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
সভায় আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ইয়ুথ গ্রুপের সদস্য গোলাপ ত্রিপুরা, চুপান্তি ত্রিপুরা, লাকড়া মারমা, হ্যাপি রোয়াজাসহ নবাগত ও বর্তমান সদস্য-সদস্যা বৃন্দ।
# রতন বৈষ্ণব ত্রিপুরা।
