
নিউজ ডেস্ক: খাগড়াছড়ি পার্বত্য জেলা
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয়ে ল্যাপটপ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে মোবাইলে (বিকাশ) এ টাকা চাওয়ার অভিযোগের ঘটনা ঘটেছে।
প্রতারক চক্রের এই প্রলোভন থেকে সর্তক করতে আজ সোমবার (২৪ নভেম্বর) ইউএনও কাজী শামীম ‘উপজেলা প্রশাসন, রামগড়’ নামের ফেসবুক পেজ থেকে সচেতনতামূলক একটি স্ট্যাটাস দিয়েছেন।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানান। কেউ প্রতারকের খপ্পরে পড়ে এই রকম কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকতে বলেন। তিনি আরো জানান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা কারো সাথে কখনও টাকার লেনদেন করে নি, করবে না। প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে সকলকে সতর্কতা অবলম্বনের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। # রতন বৈষ্ণব ত্রিপুরা।
