

রতন বৈষ্ণব ত্রিপুরা, নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি গঠনসহ আংশিক অনুমোদন দেওয়া হয়েছে।
৩০ জুন ২০২৫ বৃহ:বার খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক এবং ২৯৮নং আসনের সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া ও সাধারণ সম্পাদক আফসার হোসেন এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
সভার সিদ্ধান্ত মতে বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নতুন আংশিক কমিটি রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন (ফার্মেসী), সহ- সভাপতি নুরুল আমিন (সাবেক মেম্বার), সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন , সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক ২ আলীম উল্লাহ, সদস্য নূর হোসেন নূরু।
অপরদিকে- পৌর বিএনপি’র সভাপতি বাহার উদ্দিন, সিনিয়র সহ- সভাপতি সুজায়েত আলী, সহ-সভাপতি, মহি উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট করিম উল্ল্যাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক ২ জামাল উদ্দিন শামীম ও সদস্য জানে আলম দুলালকে আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা বিএনপি।
আগামী ১০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি প্রস্তাব করাসহ বর্তমানে এ কমিটি দায়িত্ব পালন করবে বলে জানান।
জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া বর্তমান কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান।