
নিউজ ডেস্ক: রামগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে
“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছের দেশ ভড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উদযাপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য র্কমর্কতা মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মৎস্য সপ্তাহ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। বিশেষ অতিথি থেকে বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, রামগড় থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, সাবেক জেলা সহকারী শিক্ষা অফিসার রামেশ্বর শীল।


এ সময় আরো বক্তব্য রাখেন, রাসউবি এর সিনিয়র শিক্ষক আবদুল আউয়াল, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, মৎস্যজীবী মো: আনিছুল হক।
এতে আরো উপস্থিত ছিলেন সরকারী-বেসরকরী কর্মকর্তা, মৎস্য চাষী, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক প্রমুখ। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন এ প্রতিনিধিকে জানান- জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রামগড় পর্যটন লেকে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তকরন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ৩জন সফল মৎস্য চাষীদের হাতে অতিথিদ্বয় পুরস্কারসহ ক্রেস তুলেদেন।
