
নিউজ ডেস্ক: যথাযথ মর্যাদায় রামগড়ে ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শিশু-কিশোর ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে পরিষদ প্রাঙ্গনের সামনে থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় ভাস্কর্যে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তাগন বলেন, ১৯৭১ সালের এই দিনে অকুতোভয় মুক্তিসেনা ও ভারতীয় মিত্র বাহিনীর যৌথ প্রতিরোধের মুখে তৎকালীণ পার্বত্য চট্রগ্রামের ১ম ও ১৯২০সালের প্রাচীন মহকুমা শহর এবং যুদ্ধ চলাকালীন ১নং সেক্টরের হেডকোয়ার্টার রামগড় সম্পূর্ণভাবে হানাদার মুক্ত হয়। এই দিনেই বিজয়ের পতাকা ওড়ে রামগড়ের আকাশে।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি- বেসরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র-ছাত্রীসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। # রতন বৈষ্ণব ত্রিপুরা।
