
নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে দেশে পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতা চালানো হচ্ছে মর্মে অভিযোগ তুলে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টাদিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন এর নেতৃত্বে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ঢাকা ও চট্টগ্রামে দুইজন সংসদ সদস্য প্রার্থীর ওপর পরিকল্পিত গুলি চালানো হয়েছে।
বক্তাগন আরও বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় মদদে সৃষ্ট সন্ত্রাস। অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন-সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ বিএনপি পরিবার।
# # রতন বৈষ্ণব ত্রিপুরা।
