
নিউজ ডেস্ক:
খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় এক ব্যাক্তিকে অবৈধভাবে পাহাড় কর্তন ও বালু উত্তোলনের দায়ে ঘটনাস্থলে পরিবহনে নিয়োজিত ট্রাক মালিক মো: জালাল পিতা: মৃত-দুলা মিয়াকে ” পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ” অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১১ আগস্ট ) দুপুরে রামগড় উপজেলার লামকুপাড়া এলাকা নামক স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এ প্রতিনিধিকে জানান, উপজেলার একমাত্র বৈধ পয়েন্ট ব্যতীত অন্য কোন পয়েন্টে কাউকে অবৈধ পন্থায় বালু উত্তোলনে কোন প্রকার ছাড় দেয়া হবে না। এ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান,আদায়কৃত অর্থ দ্রুত সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা প্রদান করা হবে। # রতন বৈষ্ণব ত্রিপুরা।
