
নিউজ ডেস্ক:১৯২০ সালের সাবেক মহকুমা শহরের তৎকালীন সময়ের রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরা’র ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা আয়োজন করে রামগড় প্রেসক্লাব।
শনিবার(২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় প্রয়াতর স্বরণে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সুবোধ বিকাশ ত্রিপুরা তৎকালীন সময়ে ইত্তেফাক পত্রিকার রামগড় উপজেলায় নিজস্ব সংবাদদাতা ও রামগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। শনিবার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্বরণসভায় সভাপতিত্ব করেন রামগড় প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো: নিজাম উদ্দিন লাভলু। এতে বক্তব্য রাখেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এক নম্বর সেক্টরের সুবোধ বিকাশ ত্রিপুরার সহযোদ্ধা রামগড় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কালাম, খাগড়াছড়ি প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক এনটিভি’র জেলা প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ, রামগড় প্রেসক্লাবে সহ- সভাপতি মো: বাহার উদ্দিন- শুভাশীষ দাশ, সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, প্রয়াত সাংবাদিকের পুত্র বিক্রম কিশোর ত্রিপুরা প্রমূখ। বক্তারা চারণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরা’র পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদানের স্মৃতি চারণ করেন। সভার শুরুতে প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রামগড় প্রেসক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা – মোশারফ হোসেন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন কিরণ, সন্মানীত সদস্য- সাইফুল ইসলাম, শাহেদ রানা ও সহযোগী সদস্য-জহিরুল ইসলাম, তুহিন নিজাম প্রমূখ। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর বাধ্যকজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
# রতন বৈষ্ণব ত্রিপুরা।
