
নিউজ ডেস্ক:
সারাদেশের ন্যায় রামগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন করা হয়েছে। আজ ১২ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ” টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এবং রামগড় উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক। এতে আরো উপস্থিত ছিলেন চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ রুদ্র, চৌধুরী পাড়া স: প্র: বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, রামগড় প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা – সদস্য মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী, শিক্ষক- শিক্ষার্থী ও রামগড় সরকারী কলেজের রোভার স্কাউটসগন প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য বিভাগের যথাযথ কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, রামগড় উপজেলায় মোট ১৭ হাজার ৬শত ৪৪জন শিশু- কিশোরকে সরকারি ভাবে বিনামূল্যে ০১(এক) ডোজ টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যে “চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়” প্রাঙ্গনে আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।
## রতন বৈষ্ণব ত্রিপুরা।
