
আজমেরী হক বাঁধন। প্রথা ভাঙা অভিনেত্রী হিসেবে নাম রয়েছে তার। ব্যক্তিগত জীবনেও প্রথা ভেঙে আদালতের রায়ে নিজের মেয়ের অভিভাবকত্ব পেয়েছিলেন তিনি। ২০১৪ সালে মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিচ্ছেদ হলে একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে অভিনেত্রীর জীবন।
এখন মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে তার মা-বাবার সঙ্গে থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ে নিয়ে তেমন কথা হয় না। কেউ তাকে বিয়ে নিয়ে কোনো বাড়তি চাপ দেন না। তবে অভিনেত্রীর মেয়ে চান ‘তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক।’
অবশেষে মেয়ের চাওয়া পূরণ হচ্ছে। প্রেমে মজেছেন বাঁধন। খুব শিগগিরই তা প্রকাশ্যে আনবেন বলেও জানিয়েছেন তিনি। বিয়ে নিয়ে ট্রমা কাজ করলেও এখন জীবনের সুন্দর সময় পার করছেন বলে বাঁধন।
অভিনেত্রীর কথায়, ‘আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি। কাজ, জীবন ও আমার সন্তান নিয়ে একটা সুন্দর সময় কাটাচ্ছি। আমার মা-বাবা ও ভাইদের সঙ্গে সম্পর্ক অনেক সুন্দর। আমি সেটা খুবই উপভোগ করছি। প্রেম সুন্দর। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র তো প্রেমে পড়লাম, এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। খুব শিগগির প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনব।’
বাঁধনকে সবশেষ দেখা গিয়েছিল গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘এশা মার্ডার’ সিনেমায়। বলে রাখা ভালো, ইতিমধ্যে দুটি কাজ শেষ করেছেন।
