বলিউডের ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আগামী ২৩ জুন ‘ডবল এক্স এল’ কো-স্টার জাহির ইকবারের গলায় মালা দেবেন নায়িকা। জাহির একজন মুসলিম। অন্যদিকে সোনাক্ষী হিন্দু ধর্মের। দুই বছর চুটিয়ে প্রেম করার এবার তাদের চার হাত এক হওয়ার পালা। যদিও বিয়ে নিয়ে এখনো মুখে কুলুপ সোনাক্ষী-জাহিরের। তবে...