

০৫ অক্টোবর ২০২৩ (বৃহস্পতিবার) তারিখ আনুমানিক সাড়ে আটটায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত বাগানবাজার বিওপির
আওতাধীন এলাকা ফেনী নদীর কুল নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ৯৩ বোতল মদ এবং বিভিন্ন প্রকার ঔষধ আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ঘটনাস্থলে গেলে চোরাকারবারিরা আটককৃত মালামাল রেখে পালিয়ে যায়।
এপ্রসঙ্গে ৪৩ বিজিবির অধিনায়ক আবু বক্কর সিদ্দিক সাইমুম জানান চোরাচালান এবং মাদকদ্রব্য আটকের ব্যাপারে বিজিবর অভিযান সবসময় অব্যাহত থাকবে এবং কোন ছাড় দেওয়া হবেনা।