

নিউজ ডেস্ক:খাগড়াছড়ি জেলাস্থ রামগড় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো: ইব্রাহিম খলিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। আজ মঙ্গলবার (৬ মে ২০২৫) সন্ধ্যা ৬ টার দিকে চট্টগ্রাম যাওয়ার পথে ফৌসদারহাট পোর্টকানেক্টিন এলাকায় সড়ক দুর্ঘটনায় পরে।
জানা গেছে,চট্টগ্রাম শহর থেকে ডিসি পার্কে যাওয়ার পথে তাদের প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। এসময় সঙ্গে থাকা তার স্ত্রী ও সন্তান সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। এসময় দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার থেকে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মরহুম ইব্রাহিম খলিল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া, রামগড় উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, রামগড় উপজেলা ও পৌর প্রশাসক, রামগড় প্রেস ক্লাব, রামগড় রিপোর্টার্স ইউনিটি, শিক্ষা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রংতুলি একাডেমি,রামগড় হেডম্যান-কার্বারী এসোসিয়েশন,জেলা- উপজেলার বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
আগামীকাল বুধবার (৭ মে) বাদ জোহর (দুপুর ২টা) রামগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা’র নামাজ অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছে।-রতন বৈষ্ণব ত্রিপুরা।