

নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রামগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা সুমন মিয়া এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. বাছিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, রামগড় বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন, কৃষকদলের সভাপতি কামাল উল্লাহ, রামগড় উপজেলা বাংলাদেশ জামায়াতের ইসলামীর সেক্রেটারি মো. আনোয়ার হোসেন।মঙ্গলবার (২৫ জুন) দুপুরে পরিষদ হলে উপসহকারী কৃষি অফিসার মো: শরীফ উল্ল্যাহ্ এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন রামগড় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, কৃষক সাথোয়াই মারমা প্রমূখ।
উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারী কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, কৃষক-কৃষাণী সহ উপকারভোগীগন। # রতন বৈষ্ণব ত্রিপুরা।