
নিউজ ডেস্ক:
রামগড়ে এক ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রামগড় বাজারের প্রাণকেন্দ্রে আমজাদ মেডিকেল হলে প্রতিষ্ঠানে ভূয়া ডাক্তার রোগীদের চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছে মর্মে অভিযোগের ভিত্তিতে আজ বৃহ:বার (৪ সেপ্টেম্বর) উপরোক্ত প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে রাকিবুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসক প্রমানিত হওয়ায় তাকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল ২০১০ অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ প্রমাণিত হওয়ায় উক্ত ব্যক্তিকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম সাংবাদিকদের বলেন, ভূয়া চিকিৎসকের দ্ধারা চক্ষু চিকিৎসা দিয়ে যাচ্ছে মর্মে অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
এদিকে,প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর দাবি, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকুক, যেন আর কেউ এমন ভুূয়া চিকিৎসকের খপ্পড়ে শিকার হয়ে চিকিৎসা নিতে না হয়।
# রতন বৈষ্ণব ত্রিপুরা।
