
নিউজ ডেস্ক: খাগড়াছড়ি’র রামগড় উপজেলাস্থ রামগড় – সোনাইপুল যাওয়ার প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনসাধারণ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় জনসাধারণ মানববন্ধন ও প্রতীকী চারা রোপণ করে প্রতিবাদ জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন বেশ কিছুদিন ধরে রামগড় সোনাইপুলের যাওয়ার প্রধান সড়কটি বেহাল অবস্থায় ও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। অথচ যথাযথ কর্তৃপক্ষের সড়কটি সংস্কারের নেই কোনো ব্যবস্থা।
মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের জনগণ , ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা দ্রুত সময়ের মধ্যে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সোনাইপুল বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শুরুর দাবি জানান।
অন্যথায় রামগড়ের সর্বস্তরের জনগণকে নিয়ে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে রাস্তায় নামবেন বলে জানান।
সড়ক সংস্কারের বিষয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম বলেন, সড়ক বিভাগের যথাযথ কর্তৃপক্ষের বরাবর অবগত করা হয়েছে এবং সড়ক সংস্কার বিষয়ে আজকের মধ্যেই সড়ক সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ জানিয়েছেন বলে জানান। # রতন বৈষ্ণব ত্রিপুরা।
